Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ব্রি আঞ্চলিক কার্যালয়ের কার্যাবলী :

পার্লামেন্টারী এ্যাক্ট-১০, ১৯৭৩ ও পার্লামেন্টারী এ্যাক্ট-৫, ১৯৯৬ এবং জাতীয় কৃষি নীতি ১৯৯৯ অনুসরণে ব্রি একটি গবেষণা প্রতিষ্ঠান। যার প্রধান কার্যালয় গাজীপুরে অবস্থিত। উক্ত প্রতিষ্ঠান উন্নত প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি করতে বদ্ধপরিকর। সারা দেশে বিস্তৃত নয়টি আঞ্চলিক কার্যালয়ের মধ্যে ব্রি আঞ্চলিক কার্যালয়, রংপুর অন্যমত। উক্ত কার্যালয় থেকে হস্তান্তরযোগ্য প্রযুক্তিগুলো কৃষক এবং ধান চাষে সংশ্লিষ্টদের নিকট সম্প্রসারণের মাধ্যমে সেবা প্রদান করা হয়ে থাকে।

 

অভিযোগ/দুর্দশা প্রতিকার :

আঞ্চলিক কার্যালয় প্রধান উপকার ভোগীদের সমস্যা/দুর্দশা দ্রুততার সাথে প্রতিকারের জন্য ফোকাল পয়েন্ট হিসাবে কাজ করবেন। ধান চাষের সাথে সম্পৃক্ত কৃষক/উপকারভোগীগণ, সমস্যাদি/অভিযোগ প্রতিকারের জন্য প্রতিদিন ১১.০০ টা হতে ১২.০০ টা পর্যন্ত সময়ে ফোকাল পয়েন্ট এর সাথে সাক্ষাৎ করতে পারবেন। তিনি সরাসরি জবাব দিবেন এবং সমস্যাদি সমাধানের তথ্য হালনাগাদ করে ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) এর মাধ্যমে ব্রি’র মহাপরিচালক মহোদয়ের দপ্তরে নিয়মিতভাবে প্রেরণ করবেন। প্রয়োজন মাফিক মহাপরিচালক মহোদয় এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে অবহিত করবেন। মহাপরিচালক মহোদয় সিটিজেন চার্টার বৎসরে একবার পুননিরীক্ষণ/পর্যালোচনা করবেন।

 

অভিযোগ/দুর্দশা প্রতিকারের সময়সীমা :

বিষয়

সময়সীমা

অভিযোগ প্রাপ্তি স্বীকার

২ দিন

অভিযোগকারীর নিকট অন্তর্বতীকালীন উত্তর প্রদান

২ সপ্তাহ

চূড়ান্ত নিস্পত্তি

১ মাস

কৃষি মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ

প্রয়োজন মাফিক

 

অঙ্গীকার নামা :

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, রংপুর দেশের ক্রমবর্ধমান বর্ধিত জনসাধারণের প্রধান খাদ্য ভাতের চাহিদা মিটানোর লক্ষ্যে ধানের আধুনিক জাত এবং সহযোগী প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ধান উৎপাদনকারী কৃষকের আর্থ-সামাজিক অবস্থার মান উন্নয়ন করতে অঙ্গীকারাবদ্ধ।